রুকমা রায়, বর্তমানে লালকুঠি সিরিয়ালে অভিনয় করছেন।জি বাংলার এই ধারাবাহিকে রুকমার বিপরীতে আছে রাহুল। লালকুঠি-র এর গল্পটা খানিকটা সাসপেন্স এবং থ্রিলারে মেশানো। স্টার জলসার কিরণমালা সিরিয়াল দিয়ে রুকমার ছোট পর্দায় আবির্ভাব হয়েছিল। দেখে নিন যাক বাংলা সিরিয়ালের এই মুহূর্তের অন্যতম সেরা নায়িকা রুকমা রায়কে।
রুকমা রায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তিনি মূলত বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। লালকুঠি-র এর গল্পটা খানিকটা সাসপেন্স এবং থ্রিলারে মেশানো। স্টার জলসার কিরণমালা সিরিয়াল দিয়ে রুকমার ছোট পর্দায় আবির্ভাব হয়েছিল।
25
তিনি কিরণমালা ধারাবাহিকে রাজকুমারী কিরণমালা, দেশের মাটি ধারাবাহিকে মুখ্য চরিত্র মাম্পি, লালকুঠি ধারাবাহিকে অনামিকা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত।
তিনি অনেক ধারাবাহিক এবং ওয়েব সিরিজে মুখ্য এবং সহায়ক ভূমিকাতেও অভিনয় করেছেন। এছাড়াও তিনি পরিচালক তথাগত মুখার্জি পরিচালিত বাংলা চলচ্চিত্র গোপনে মদ ছাড়ুন-এ কাজ করেছেন।