বিটরুট মোদক বানাতে পারেন। বেসন, সুজি, পেস্তা, চিনি, কাজু, এলাচ গুঁড়োর মতো উপাদান দিয়ে বানানো যায়। কড়াইয়ে ঘি গরম হলে তাতে বেসন, সুজি দিয়ে নাড়তে থাকুন। এবার তাতে দিন পরিমাণ মতো দুধ। দিন কাজু, চিনি ও পেস্তা। এতে গোলাপী ফুড কালার দিন। ভালো করে নেড়ে মোওয়া বানিয়ে নিন। এবার তার থেকে গড়ে নিন মোদক।