বানাতে পারেন দই কাবাব। এঠি খেতে খুবই মুখরোচক হয়। মাত্র মিনিট পনেরো সময় ব্যায়ে বানাতে পারেন এই পদ। চিকেন, পনির, মটন দিয়ে দই কাবাব তৈরি করতে তো পারেনই। তাছাড়া বানাতে পারেন সয়া দই কাবাব। দই, বেসন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর চিংকেন কিংবা মটন দিয়ে তৈরি করা সম্ভব এই পদ।