তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ- দক্ষিণের এই রাজ্যগুলিতে একচ্ছত্র রাজ করে চলেছে ইডলি, সম্বার ডোসা। তবে এগুলি দক্ষিণের বিন্দ্যপর্বতের গণ্ডি পেরিয়ে বর্তমানে উত্তরের রাজ্য এমনকি পশ্চিমেও সমান জনপ্রিয়। তবে চেন্নাইয়ের রাস্তের ইডলি, ডোসার জুড়ি মেলা ভার।