খেতে পারেন খেঁজুর। এতে আছে ভিটামিন এ, বি, ই, আয়রন ও অন্যান্য অপরিহার্য খনিজ। এটি পুষ্টিগুণে সমৃদ্ধ। যা গর্ভধারণে সাহায্য করে। সঙ্গে গর্ভাবস্থা চলাকালীন সময়ও বাচ্চার জন্য ভালো। মাসিক শেষ হওয়ার পর খেতে খাওয়া শুরু করুন। মিলবে উপকার। চাইলে এর সঙ্গে ধনে পিষে নিন। তা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।