গর্ভধারণ নিয়ে বহু মহিলা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কখনও পিলিসিস্টিক ওভারির জন্য সমস্যা দেখা দিচ্ছে, কখনও বাধা দিচ্ছে থাইরয়েডের সমস্যা, এছাড়া প্রজননতন্ত্রে সমস্যা তো আছেই। হরমোনের ভারসাম্যের অভাবে গর্ভধারণের আগে দেখা দিচ্ছে একাধিক সমস্যা। তবে, জানেন কী কয়েকটি খাবারের গুণে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। রোজ খাদ্যতালিকায় রাখুন এই কয়টি ফল অথবা রাখুন কয়টি বিশেষ উপাদান। যা খেলে দূর হবে প্রজননের সমস্যা। এদিকে নানা কারণে গর্ভধারণে সমস্যা দেখা দিতে পারে। পিসিওডি-র সমস্যায় ভুগছেন অনেকেই। পিসিওডি হলে সন্তান জন্মে সমস্যা দেখা যায়। তেমনই বেশি বয়সে সন্তান নেওয়ার পরিকল্পনা করলে সন্তান ধারণে দেরি হয়। ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ রোগে অনেকে আক্রান্ত হন। এক্ষেত্রে মেয়েদের ডিম ধ্রুত হ্রাস পায়। যে কোনও জটিলতা থেকে মুক্তি পেতে এই কয়টি খাবার খান।