এই সময় যতটা পারবেন দোকানের খাবার কম খান। ফার্স্টফুড, ভাজাভুজি এমনকী প্রসেসড খাবার যতটা পারবেন কম খান। এতে আপনার শরীর সুস্থ থাকবে। তাছাড়া অপরিষ্কার দোকান থেকে ভুলেও খাবার খাবেন না। এতে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যতটা পারবেন বাড়ির খাবার খান। এই ধরনের খাবারে অধিক নুন ও চিনি থাকে। সঙ্গে এমন কিছু উপাদান থাকে যা সহজে হজম হতে চায় না।