ডায়েটিং এর সময় খেতে পারেন চিকেন স্যান্ডউইচ। ডায়েটিং এর সময় বিশেষজ্ঞরা সব সময় চিকেন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এবার বানাতে পারেন চিকেন স্যান্ডউইচ। প্রথমে কয়েকটি চিকেনের টুকরো সেদ্ধ করে রাখুন। এবার একটি পাউরুটিতে সামান্য পরিমাণে মেয়োনিজ লাগান। তাতে চিকেনের টুকরো, নুন, মরিচ, লঙ্কে গুঁড়ো দিন।