চিনি যুক্ত পানীয় একেবারে খাবেন না। কোল্ড ড্রিংক্স, শরবত থেকে দূরে থাকুন। তেমনই প্যাকেটজাত ফলের রস খাবেন না। এই ধরনের খাবারে ও রয়েছে ক্যালোরি। এতে বাড়বে আপনার ওজন। তাই ওজন কমাতে, একেবারে বন্ধ করুন চিনি যুক্ত পানীর খাওয়া। এমনকী, চায়ে চিনি খাওয়ার অভ্যেস থাকলে তাও না খাওয়াই ভালো।