সকালে অবশ্যই ভারী ব্রেকফাস্ট করুন। ওজন কমাতে গিয়ে অনেকে ব্রেকফাস্ট (Break Fast) স্কিপ করে, যাতে হিতে বিপরীত হয়। ওজন কমার বদলে বেড়ে যায়। তাই এই পাঁচদিন সকাল স্বাস্থ্যর ও পর্যাপ্ত খাবার খান। ওটস, ব্রাউন ব্রেড, ডিম, সবজি সেদ্ধ খেতে পারেন। তবে, যাই খাবেন না কেন, তা যেন পর্যাপ্ত পরিমাণ থাকে, এদিকে খেয়াল রাখতে হবে।