ওয়ার্ক ফ্রম হোমে কাজের চাপে সমস্যা দেখা দিচ্ছে ঘুমে? রইল অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তির উপায়

২০১৯ সালের শেষ থেকে শুরু হয়েছিল করোনার মতো কঠিন রোগের সঙ্গে লড়াই। চিন থেকে একে একে সারা বিশ্বের সব কয়টি দেখে ছড়িয়ে পড়েছিল এই রোগটি। প্রাণে বাঁচতে স্কুল, কলেজ অফিস সব বন্ধ রাখার নির্দেশ দিতে বাধ্য হয়েছিল সরকার। সেই কঠিন পরিস্থিতি আমরা কাটিয়ে এসেছি। কিন্তু, এই রোগ যে পুরোপুরি বিদায় নিয়েছে তা নয়, এখনও বহু মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে, পরিস্থিতি এখন অনেক সুস্থ। সে কারণে, খুলেছে স্কুল, কলেজ, অফিস। কিন্তু, এখনও বহু কর্মী বাড়ি থেকেই কাজ করে চলেছেন। করোনার সময় থেকে ভারতে ওয়ার্ক ফ্রম হোম পন্থার প্রসার বেড়েছে। বাড়ি বসে অনলাইনে কাজের রীতি শুরু হয়েছে। 

Sayanita Chakraborty | Published : May 12, 2022 10:36 AM
110
ওয়ার্ক ফ্রম হোমে কাজের চাপে সমস্যা দেখা দিচ্ছে ঘুমে? রইল অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তির উপায়

প্রথম দিকে সমস্যা হলে বর্তমানে অনেকেই অভ্যস্ত হয়ে গিয়েছে এই পন্থায়। বাড়ি বসেই অফিসের মতো ৯ ঘন্টার ডিউটি করছেন। বর্তমানে বহু আইটি কোম্পানি এখনও এই পন্থায় কাজ করে চলেছেন। ওয়ার্ক ফ্রম হোমের যেমন একাধিক সুবিধা আছে, তেমনই অসুবিধা রয়েছে বিস্তর। দীর্ঘক্ষণ এক ভাবে বসে কাজ করার জন্য যেমন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, সঙ্গে বাড়ছে মানসিক সমস্য।

210

অফিসে থাকতে আরও পাঁচটা কর্মীর সঙ্গে দেখা হয়, কথা হয়। তার সঙ্গে অফিস যাওয়া-আসা করতে একটা শারীরিক পরিশ্রম হয়। কিন্তু, বাড়ি থেকে কাজ করার অর্থ গোটা দিন কাটে ল্যাপটপে মুখ গুণে। এতে শারীরিক পরিশ্রমের অভাবে যেমন ওজন বাড়ে, তেমনই একঘেঁয়ে জীবনের খারাপ প্রভাব পড়ছে মনে। অনিদ্রার সমস্যায় ভুগছেন অনেকে। 

310

ওয়ার্ক ফ্রম হোমের জন্য অনেকেই অনিদ্রার সমস্যায় ভুগছেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে সবার আগে রুটিন বানান। আপনার অফিসের শিফট কটা থেকে থাকবে, তা আপনি নিশ্চয়ই আগেই জেনে গিয়ে থাকেন। সেই অনুসারে প্ল্যান করে নিন। অফিসের কাজের সময়, খাওয়ার সময়, টিভি দেখার সময় আর ঘুমের সময় হিসেব করে একটি রুটিন বানান। এতে উপকার পাবেন। 

410

বাড়িতে আছেন বলে বারে বার কফি খাচ্ছেন। সপ্তাহান্তে রোজই চলছে পার্টি। সেখানে অত্যাধিক মদ্যপান আর এর সঙ্গে ধূমপান তো আছেই- সুস্থ জীবনযাপন করতে চাইলে সবার আগে এই কয়টি অভ্যেস ত্যাগ করুন। ধূমপান, মদ্যপান ও কফির খাওয়ার খারাপ প্রভাব পড়ে ঘুমে। সঠিক ঘুম না হলে বাড়ে শারীরির জটিলতা।   

510

রোজ সকালে ব্যয়াম করুন। গবেষণায় দেখা গিয়েছে, ওয়ার্ক ফ্রম হোম পন্থায় কাজের চাপ বেশি থাকে। এর জন্য বাড়ছে মানসিক চাপ। এর প্রভাবে অনিদ্রাজনিত সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এক্সারসাইজ করুন। মেডিটেশনও করতে পারেন। এতে উপকার পাবেন। মানসিক সুস্বাস্থ্য বজায় থাকলে কাজের গুণগত মানও বৃদ্ধি পাবে।  

610

কাজ শেষে অনেকের অল্প সময় ঘুমানোর অভ্যেস আছে। আবার সারা দিনে সুযোগ পেতে অনেকে ৫ থেকে ১০ মিনিট ঘুমিয়ে নেন। এমন অভ্যেস ত্যাগ করুন। রাতে সঠিক সময় ঘুমাতে যান। কিন্তু, বারে বারে এমন ঘুমাবেন না। এতে শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পাবে। রোজ মেনে চলুন এই টোটকা।  

710

অফিসের কাজ প্রায় ৯ থেকে ১০ ঘন্টা। অনেকেই এই সময় খাটে বসে কাজ করেন। টেবিল নিয়ে বসে পড়েন খাটে। জানেন কি এতে বাড়ে শারীরিক জটিলতা। দীর্ঘক্ষণ খাটে বসে কাজ করা মোটেও ভালো নয়। আর কাজের ফাঁকে বারে বারে ওঠা প্রয়োজন। একভাবে বসে থাকার জন্য বাড়ে শারীরিক জটিলতা। যার প্রভাব পড়ে ঘুমের ওপর। 

810

ঘুমানো ২ ঘন্টা আগে কাজ থেকে বিরতি নিন। অফিসের কাজ সময় মতো শেষ করুন। কাজ শেষে অফিসের মেইল দেখা কিংবা কোনও রিপোর্ট তৈরির মতো কাজ ফেলে রাখবেন না। এই ধরনের কথা সারাক্ষণ মাথায় চলতে থাকলে ঘুমে ব্যঘাত ঘটবেই। তাই সুস্থ থাকতে চাইলে ঘুমাতে যাওয়া ২ ঘন্টা আগে থেকে মোবাইল, ল্যাপটপ ও টিভি থেকে দূরে থাকুন।

910

ঘুমানোর আগে স্নান করলে ঘুম ভালো হয়। যারা দীর্ঘদিন ধরে অনিদ্রা জনিত সমস্যায় ভুগছেন তারা মেনে চলতে পারেন এই টোটকা। ঘুমের কিছুক্ষণ আগে স্নান করে নিন। এতে ঘুম ভালো হবে। যারা দীর্ঘদিন ধরে এমন সমস্যায় ভুগছেন তারা এই টোটকা পালনে উপকার পাবেন। আর বিছানায় শোওয়ার ২০ মিনিটের মধ্যে ঘুম না আসলে বই পড়ুন। 

1010

এবার থেকে মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে মেনে চলুন এই টোটকা। বর্তমানে অধিক কাজের চাপের জন্য স্ট্রেসের সমস্যায় ভুগছেন সকলে। এই স্ট্রেস থেকে দেখা দিচ্ছে একাধিক জটিলতা। অধিকাংশই আজ ঘুমের সমস্যায় ভুগছেন। এই সমস্যা থেকে বাঁচতে রোজ এই কয়টি টোটকা। এতে অনিদ্রা জনিত সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন, তেমনই মুক্তি পাবেন একাধিক শারীরিক জটিলতা থেকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos