রোগ মুক্ত সুস্থ্য জীবন পেতে চান সকলেই। কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় নানান রোগ। ডায়াবেটিস, হার্টের রোগ থেকে প্রেসারের মতো সমস্যা তো আছেই। এর সঙ্গে দেখা দিচ্ছে হাঁটু ও কোমড়ে ব্যথার সমস্যা। বয়স ৪০ এর কোটায় পা দিতে না দিতেই নানান রোগ বাসা বাঁধছে শরীরে। আর এই সকল কোনও রোগের কবল পড়ার অর্থ নিত্য দিন একাধিক ওষুধ সেবন। প্রায় সকলেই এই জীবন থেকে দূরে থাকতে চান। কিন্তু, তা সহজে পাওয়া সম্ভব নয়। বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ থাকতে চাইলে এখন থেকে জীবনে আনুন পরিবর্তন। আজ রইল কয়টি সহজ জিনিসের হদিশ। জীবনযাত্রায় এই সহজ পরিবর্তন যে কোনও রোগ থেকে মুক্তি দেবে।