এছাড়াও সুস্থ থাকতে চাইলে রোজ গ্রিন টি খেতে পারেন। দিনে ৩ থেকে ৪ বার পর্যন্ত গ্রিন টি খাওয়া যায়। তবে, এড়িয়ে চলুন দুধ চা। এতে অ্যাসিডের সমস্যা বাড়তে পারে। তেমনই সুস্থ থাকতে চাইলে চায়ে চিনি খাওয়ার অভ্যেস ত্যাগ করুন। এই চিনি শরীরে শর্কার মাত্রা বা়ড়িয়ে দেয়। নানা রকম জটিলতা দেখা যায় চিনির জন্য।