ত্বক ও চুলের যত্ন আমরা নানা রকম ভেষজ উপাদান ব্যবহার করে থাকি। এই সকল উপাদানের তালিকায় রয়েছে বিভিন্ন ফুল কিংবা গাছের পাতা। ত্বক উজ্জ্বল করতে কিংবা অধিক চুল পড়া রোধ করতে কম বেশি অনেকেই মেনে চলেন ঘরোয়া টোটকা। এক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন জবা ফুল। চুলের যত্ন নিতে জবা ফুলের তৈরি প্যাক বেশ উপকারী। তেমনই ত্বকের নানান সমস্যা সমাধানেও ব্যবহার করা হয় জবা ফুল। আজ রইল জবা ফুলের এক নতুন গুণের খোঁজ। জানেন কি জবা ফুল দিয়ে চা তৈরি করা যায়। এই ফুলে থাকে একাধিক উপাদান আমাদের শরীরের জন্য উপকারী। এটি আয়ুরবেদিক ওষুধ হিসেবেও কাজ করে থাকে।