৩) বেকিং সোডা
নখ বা তাঁর চারপাশের যে কোন রকম ইনফেকশনে বেকিং সোডা উপকারী। বেকিং সোডা ও জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবারে শ্যাম্পু জলে ভালো করে হাত ও পায়ের নখ ধুয়ে নিন। এর পর পেস্টটি নখে লাগিয়ে ২০ মিনিট রাখার পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। দিয়ে ৩ থেকে ৪ বার এই পধুতি অবলম্বন করলেই মিলবে স্বস্তি।