নখকুনি এই শব্দটির সঙ্গে প্রায় সকলেই পরিচিত। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে নখকে বাদ দেওয়া যায় না। এই সময় বিশেষ করে মহিলাদের মধ্যে নখ নিয়ে নানা রকম আর্ট করার প্রবণতা দেখা যায়। তবে সঠিক ভাবে নখের পরিচর্যা না হলেই বিপদ। ধুলো, বালি, ঘাম, অতিরিক্ত জল ঘাটা এই সবকিছু হল নখকুনির জন্য দায়ি।