সন্তানের জন্ম দিতে গিয়ে বর্তমান প্রজন্মকে সম্মুখীন হতে হচ্ছে নানান সমস্যার। সমস্যা দেখা দিচ্ছে ছেলে, মেয়ে উভয়ের ক্ষেত্রে। আধুনিক জীবনযাত্রার দৌলতে আমরা এমন কিছু জিনিস রপ্ত করেছি, যাতে পরোক্ষ ভাবে আমাদেরই ক্ষতি হচ্ছে। এর সঙ্গে আছে স্ট্রেস। এই কারণে দেখা দিচ্ছে বন্ধ্যাত্বর মতো সমস্যা। তাছাড়াও শরীরে এমন কিছু রোগ বাসা বাঁধছে যা সন্তানের জন্ম দিতে বাধা সৃষ্টি করছে। মেয়েদের পিসিওডি, ডিম্বাশয় সংক্রান্ত নানান সমস্যা যেমন দেখা যাচ্ছে। তেমনই ছেলেদের শুক্রাণুর সমস্যা কমে যাচ্ছে। এই সকল সমস্যা থেকে বাঁচতে ডাক্তারি পরামর্শ তো নেবেনই। তার আগে জীবনযাত্রায় আনুন পরিবর্তন। আজ তথ্য রইল Male Fertility নিয়ে। সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা করলে আগে জীবনে আনুন এই পরিবর্তন। তবেই মুক্তি পাবেন যাবতীয় সমস্যা থেকে।