বর্ষায় খুশখুশে কাশিতে বুকে ব্যথা হচ্ছে, ওষুধ না খেয়ে পাতে রাখুন এই ফল

 কখনও তাপমাত্রা বাড়ছে, আবার কখনও কমছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য শরীরটাও খারাপ হচ্ছে। তার জেরে সর্দি, কাশির মতো সমস্যা লেগেই রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি যেন আরও বাড়তে থাকে। আর সমস্যা হলেই যখন তখন আমরা ওষুধ খেয়ে নিই। কিন্তু এই ওষুধ খাওয়া সবসময় ঠিক নয়, তাই ওষুধের বিকল্প হিসেবে আনারসের ঘরোয়া টোটকাতেই মিলতে পারে এই রোগ থেকে মুক্তি। 

Riya Das | Published : Jul 14, 2021 11:37 AM IST
17
বর্ষায় খুশখুশে কাশিতে বুকে ব্যথা হচ্ছে, ওষুধ না খেয়ে পাতে রাখুন এই ফল

শীতে সর্দি কাশির থেকে রেহাই পেতে ম্যাজিকের মতো কাজ করে আনারস।
 

27


আনারসের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। তার ফলে এই ফলের রস কাশি সারাতে পারে খুব তাড়াতাড়ি।

37

তেমনি আবার হজম শক্তি বৃদ্ধিতেও দারুণ কাজ করে আনারস।

47

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আনারস। অ্যালার্জি প্রতিরোধেও জুড়ি মেলা ভার আনারসের।
 

57

আনারসের জুসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খান। দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগলে অনায়াসেই মুক্তি পাবেন এই টোটকা থেকে।

67

আনারসের জুসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খান। দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগলে অনায়াসেই মুক্তি পাবেন এই টোটকা থেকে।

77


আনারসের রসের পাশাপাশি দিনে দু-তিনবার আদা দেওয়া চা খান। ওষুধের থেকে তাড়াতাড়ি কাজ করে এই মিশ্রণ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos