বাচ্চা জন্মানোর পর থেকে একাধিক টিকা দেওয়া হয় বাচ্চাদের। এক একটা বয়সে এক এক রকম রোগের টিকা। এই তালিকায় হেপাটাইটিস, থ্যালাসেমিয়া, ডিপথেরিয়া, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা-র মতো বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়। এছাড়া পোলিও-র মতো রোগের টিকা দেওয়া হয়ে থাকে। শুধু ছোট বয়সে নয়, কঠিন রোগ থেকে বাঁচতে বড় বয়সেও টিকা নিতে হবে পারে।