আমাদের দৈনিক জীবনযাত্রা (Lifestyle) সবচেয়ে বেশি প্রভাব ফেলে আমাদের শরীরের ওপর। সঠিক সময় খাদ্যগ্রহণ, স্বাস্থকর খাবার খাওয়া ও নিয়মিত এক্সারসাইজের (Exercise) অভ্যেস যেমন সুস্থ থাকতে সাহায্য করে। তেমনই কিছু বদঅভ্যেসের জন্য শরীরে বাসা বাঁধে কঠিন রোগ। এই তালিকায় রয়েছে ডায়াবেটিস, হার্টের রোগ, হাই প্রেসার, কোলেস্টেরল আর ফ্যাটি লিভার (Fatty Liver)। বর্তমানে, বহু মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। নিজের অজান্তেই এই রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। এই কয়টি লক্ষণ দেখলে তা সতর্ক হন।