প্রায়শই আকাশের মুখ ভার হচ্ছে আজকাল। ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। এই বৃষ্টি ভেজা দুপুরে এক কাপ গরম চা সঙ্গে তেলে ভাজা বদলে দেয় পুরো মুড। বৃষ্টির দিনে চপ, পিঁয়াজি কিংবা সিঙারার খাওয়ার প্রতি আগ্রহ জন্মায় প্রায় সকলের। বর্ষার মরশুম উপভোগ করতে এর থেকে ভালো অপশন নাকি হতেই পারে না- এই ধারণা রয়েছে অনেকের মনে। কিন্তু, জানেন কি বর্ষার মরশুম উপভোগ করতে গিয়ে নিজেই ডেকে আনছেন কঠিন বিপদ। যে কোনও ধরনের তেলে ভাজা কারণ হতে পারে একাধিক রোগের। একদিকে বর্ষার মরশুম তার মধ্যে এমন অস্বাস্থ্যকর খাবার শরীরের মারাত্মক ক্ষতি করে। জেনে নিন ঠিক কেন বর্ষার সময় খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত এই ধরনের খাবার।