দীর্ঘদিন ধরে গাটের ব্যথায় ভুগছেন। শীতকাল এলেই যেন এই সমস্যাটা আরও দ্বিগুন বেড়ে যায়। শীত পরার সঙ্গে সঙ্গেই যেন জাঁকিয়ে বসে হাঁটু-কোমরের ব্যথা। তবে শুধু শীতকালই নন, পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশীতেও বাড়ে এই বাতের ব্যথা। যা বহুকাল ধরেই প্রচলিত। কিন্তু পূর্ণিমা, অমাবস্যার এই ব্যথা চিরস্থায়ী নয়, ২ দিন পরই তা আবার কমে যায়, তবে এই ব্যথা কি সত্যিই বাড়ে পূর্ণিমা-অমাবস্যায়, জানুন এই সঠিক কারণ।