পূর্ণিমা-অমাবস্যা এলেই মারাত্মক বাড়ে বাতের ব্যথা, 'Joint Pain' এড়াতে করুন এই কাজ

দীর্ঘদিন ধরে গাটের ব্যথায় ভুগছেন। শীতকাল এলেই যেন এই সমস্যাটা আরও দ্বিগুন বেড়ে যায়। শীত পরার সঙ্গে সঙ্গেই যেন জাঁকিয়ে বসে হাঁটু-কোমরের ব্যথা। তবে শুধু শীতকালই নন, পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশীতেও বাড়ে এই বাতের ব্যথা। যা বহুকাল ধরেই প্রচলিত। কিন্তু পূর্ণিমা, অমাবস্যার এই ব্যথা চিরস্থায়ী নয়, ২ দিন পরই তা আবার কমে যায়,  তবে এই ব্যথা কি সত্যিই বাড়ে পূর্ণিমা-অমাবস্যায়, জানুন এই সঠিক কারণ।
 

Riya Das | Published : Nov 30, 2020 2:18 PM
18
পূর্ণিমা-অমাবস্যা এলেই মারাত্মক বাড়ে বাতের ব্যথা, 'Joint Pain' এড়াতে করুন এই কাজ

 বাতের ব্যথার সমস্যায় কমবেশি অনেকেই ভুগে থাকেন। তবে পূর্ণিমা, অমাবস্যার দিন নাকি বেশি বাড়ে এই ব্যথা। 

28

পূর্ণিমা, অমাবস্যার দিন অনেকেই ভাত এড়িয়ে যান। কেউ আবার রুটি খান, কেউ আবার নিরামিষ খান।

38

সত্যিই কি পূর্ণিমা, অমাবস্যার সঙ্গে ব্যথার কোনও যোগ রয়েছে। বিজ্ঞান কিন্তু এর উল্টোটাই বলেছ। 

48

বিজ্ঞানীদের মতে, এটি একটি মানসিক রোগ। ব্যথার বাড়া-কমার জন্য নির্দিষ্ট কোনও দিনক্ষণ হয়না।

58

হাড়ের দুর্বল অংশে অতিরিক্ত চাপ পড়লেই ব্যথা দ্বিগুণ বাড়ে। এই ব্যথার জন্য অনেকটাই দায়ী আবহাওয়া।

68

বর্ষা কিংবা শীতকালে ব্যথা অনেকটাই বাড়ে কারণ সেইসময়ে আবহাওয়ায় জলের পরিমাণ বেশি থাকে।

78

তবে পূর্ণিমা কিংবা অমাবস্যায় সঙ্গে ব্যথা বাড়া-কমার যোগের আজও কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি।  

88

গাটের ব্যথায় জোয়ান বেটে তার পেস্ট ব্যথা জায়গায় লাগালে অনেক আরাম পাবেন। অথবা গরম জলের মধ্যে জোয়ান  মিশিয়ে তাতে একটা কাপড় ভেজান। সেই ভেজা কাপড় ব্যথা জায়গায় লাগান আরাম পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos