বাংলায় আমফানের রেশ কাটতে না কাটতেই দেশের পশ্চিম উপকূলে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙ্গানি শুরু। মারাত্মক ঘূর্ণিঝড় 'নিসর্গ' এবার ধেয়ে আসছে দেশের বাণিজ্য রাজধানীর দিকে। ইতিমধ্যে মৌসম ভবন মুম্বইয়ে লাল সতর্কা জারি করেছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও প্রবল শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা ঘূর্ণিঝড়টির। আগামী ৬ ঘণ্টার মধ্যে "নিসর্গ" আরও শক্তি সঞ্চয় করবে এবং বুধবারের মধ্যে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র উপকূলে। তারপর উত্তর মহারাষ্ট্র হয়ে পার্শ্ববর্তী দক্ষিণ গুজরাত উপকূল ধরে এই ঝড় যেতে পারে দমনের দিকে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই এই প্রবল ঘূর্ণিঝড় থেকে বাঁচতে মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল ফাঁকা করে দেওয়া হচ্ছে।