ঠিক সুপার সাইক্লোন আমফানের ২ সপ্তাহ পার করে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ। এর ফলে মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। ভয়ঙ্কর শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে শুধু মহারাষ্ট্রই নয়, গুজরাট, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও জারি করা হয়েছে প্রবল সতর্কতা। মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগ উপকূলের কাছেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ। তাণ্ডব লীলা চলার ৬ ঘণ্টা পর থেকে ক্রমশ শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় নিসর্গ। প্রায় ১০০ বছরের বেশি সময় পার করে মুম্বই ও সংলগ্ন এলাকায় আছড়ে পড়ল কোনও ঘূর্ণিঝড়।