স্ট্রবেরীর রেকর্ড ফলন কাশ্মীরে,তবু হাজার হাজার টাকার ক্ষতি চাষীদের, দেখুন ছবি

Asianet News Bangla | Published : May 26, 2021 1:38 PM IST
16
স্ট্রবেরীর রেকর্ড ফলন কাশ্মীরে,তবু হাজার হাজার টাকার ক্ষতি চাষীদের, দেখুন ছবি

চাষীরা জানাচ্ছেন এবছর তাঁদের প্রায় ৫০-৬০ শতাংশ লোকসানের মুখ দেখতে হচ্ছে। কোনও ভাবেই বিক্রি বাড়ছে না। অথচ লোকসান হচ্ছে।

26

গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি উৎপাদন করেও টাকার মুখ দেখা যাচ্ছে না। সরকারও কোনও রকম সাহায্য করছে না বলে অভিযোগ চাষীদের। 

36

রোজগারের মূল উৎস স্ট্রবেরী চাষ। ফলে পেটের দায়ে অন্য কাজ খুঁজতে বাধ্য হচ্ছেন স্ট্রবেরী চাষীরা। নিজেরা গিয়ে স্ট্রবেরী বিক্রি করছেন গান্ডেরবল, সোপিয়ান ও উত্তর কাশ্মীরের বিভিন্ন প্রান্তে।

46

রেকর্ড স্ট্রবেরীর ফলন ভূস্বর্গ কাশ্মীরে। গত মরশুমের তুলনায় ২০ শতাংশ বেশি ফলন হয়েছে এবার। কিন্তু তাতে খুশি নন স্ট্রবেরী চাষীরা।

56

স্ট্রবেরী সংরক্ষণের জন্য একাধিকবার সরকারকে হিমঘরের জন্য আবেদন করেও কাজের কাজ হয়নি কিছুই। ফলে পচে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার স্ট্রবেরী। 

66

গত বছর লকডাউনের মধ্যেও স্থানীয় মানুষ স্ট্রবেরী কিনেছিলেন। কিন্তু এবছর সেই বিক্রিও বন্ধ। ফলে চড়া লোকসানের মধ্যে পড়েছেন তাঁরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos