আজই অতিভারি ঘূর্ণিঝড়়ের আকার নেবে Cyclone Yaas, দুর্যোগ মোকাবিলায় তৈরি হচ্ছে বালেশ্বর

অভিমুখ অনেকটাই বদল করে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় যশ(Cyclone Yaas)। পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে নবীন পট্টনায়ক প্রশাসন। ইতিমধ্যেই ওড়িশার উপকূলবর্তী চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 

Asianet News Bangla | Published : May 25, 2021 7:29 AM IST
17
আজই অতিভারি ঘূর্ণিঝড়়ের আকার নেবে Cyclone Yaas, দুর্যোগ মোকাবিলায় তৈরি হচ্ছে বালেশ্বর

আজ অতিভারি ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ (Cyclone Yaas)। ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আগামিকাল সন্ধ্যে এটি উড়িশার পারাদ্বীপ আ পশ্চিমবঙ্গের সাগরের মধ্যবর্তী এলাকা বালেশ্বরে আশছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার। 
 

27

 ঘূর্ণিঝ়ড় মোকাবিলায় সবরকম প্রস্তুতি শুরুনিয়ে রেখেছে ওড়িশার নবীন পট্টনায়ক সরকার। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেছেন করোনাকালে ঘুর্ণিঝড় যশ (Cyclone Yaas) মোকাবিলা করা রীতিমত কঠিন চ্যালেঞ্জের। 

37

 করোনাভাইরাসের প্রোটোকল মেনেই উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ অশ্রয়স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। করোনাকালে আমফানের পর এবার যশ আছড়ে পড়তে চলেছে এই এলাকায়। তাই আগে থেকেই কিছুটা সচেতন স্থানীয় প্রশাসন। 
 

47

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সচেতন করার কাজ শুরু করেছে ওড়িশা প্রশাসন। চাঁদিপুর আর বালিশ্বরে দুর্যোগের সময় স্থানীয়দের নিরাপদ আশ্রয় স্থল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

57

ইতিমধ্যেই রাজ্যে কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।  ওড়িশা প্রাশাসন জানিয়েছে, ৮০০ জন ডিজাস্টার ব়্যাপিট অ্যাকশন সদস্য কাজ করছে দুর্যোগ মোকাবিলায়। 

67

 ওড়িশার উপকূলবর্তী চারটি জেলায় জারি করা হয়েছে চরম সতর্কতা। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার ট্রলারগুলি। 
 

77

উপকূলবর্তী চাঁদিপুরে শুরু হয়ে গেছে জলোচ্ছাস। সঙ্গে রয়েছে প্রবল ঝোড়ো হাওয়া। শুরু হয়েছে প্রবল বৃষ্টি। মৌসম ভবন জানিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় যশ বুধবার সন্ধ্যেবেলা আছড়ছে পড়তে পারে পশ্চিমবাংলা ও ওড়িশার উপকূলবর্তী এলাকার মধ্যবর্তী স্থান বালেশ্বরে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos