করোনা পরিস্থিতিতে ত্রাহি ত্রাহি রব চারিপাশে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তার উপর আবার কোভিড দ্বিতীয় ঢেউয়ের মাঝেই কড়া নাড়ছে তৃতীয় ওয়েভ। সকলেরই প্রাণ ওষ্ঠাগত। মাস্ক-স্যানিটাইজার সঙ্গী হলেও মৃত্যুভয় যেন দরজায় কড়া নাড়ছে। করোনার ভয়ে কাটা হয়ে ডিপ্রেশনে ভুগছে ছোট থেকে বড় সকলেই। ছোট্ট একটি শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে মান-অভিমানের একরাশ। কিন্তু ডিপ্রেশনের শিকার শুধু বড়রাই হয়, ছোটরাও এর শিকার। ডিপ্রেশনের এখন আর কোনও বয়স হয় না। ছোট থেকে বড় যে কেউ আক্রান্ত হতে পারেন এই মারণ রোগে। ছোটদেরও গ্রাস করছে এই ডিপ্রেশন। কীভাবে বুঝবেন আপনার সন্তান মানসিক রোগের শিকার, চিনে নিন লক্ষণগুলি।