তবে লকডাউনেই দেশে স্বাস্থ্য় , পর্যটন, হসপিটালিটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য চূড়ান্ত পরিবর্তন এনেছিল। কিছু ক্ষেত্রে যার প্রভাব ছিল চূড়ান্ত খারাপ। আর কিছুক্ষেত্রে অত্যন্ত ভালো। নতুন রূপ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। তেমনই ভেঙে পড়েছে দেশের সিনেমা ও থিয়েটারহলগুলি।