চবনপ্রাস নিয়ে সরকার স্বীকৃত কোনও হাসপাতালে এটাই সম্ভবত প্রথম গবেষণা। অন্যদিকে ডাবর, বৈদ্যনাথ, জান্ডু- মত শীর্ষস্থানীয় চবনপ্রাস প্রস্তুতকারক সংস্থাগুলিও আয়ুর্বেদিক ও অ্যালোপ্যাথিক হাসপাতালগুলির সঙ্গে সহযোগিতা করছে। কোভিড রুখতে তাদের চপনপ্রাস কতটা কার্যকর তা নিয়ে রিপোর্টও তৈরি করছে।