শনিবার কালী পুজোর দিনে সুস্থতার হার আরও কিছুটা বাড়ল। এইমুহূর্তে বাংলায় সুস্থতার হার বেড়ে ৯০. ৮০ শতাংশে দাড়িয়েছে। তবে তাও শান্তি নেই, কারণ সংক্রমণ ৯২ হাজার ছাড়াল এবার কলকাতায়। তার উপরে লোকাল ট্রেন চালু হয়েছে রাজ্যে। অফিস টাইমে সেই আগের মতোই দৃশ্য। অপরদিকে কালী পুজোয় বাইরে বেরোনোর হিড়িকে ভাটা না পড়লে সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে পারে। অনেকেই পোস্ট কোভিড অবস্থাতেও এখনও পুরোপুরি সতর্ক নন। কারণ দ্বিতায়বার সংক্রমিত হয়েছেন এমন সংখ্যাও নেহাত কম নয়। আর সেটাই চাপ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের।