বিধান নগর রেসিপি মুকেশ কুমার আইপিএস জানান বিধান নগর পুলিশের তরফ থেকে 'সাঁঝবাতি' নামে প্রবীণ নাগরিকদের দেখভালের জন্য ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। অনেকেই নতুন টেকনোলজি সঙ্গে সহজ নয় অথচ বাড়িতে একলা থাকেন থানা ভিত্তিক তাদের নাম বয়স সংগ্রহ করে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।