দুর্গাপুজো লক্ষ্মী পুজো শেষ হয়ে গিয়েছে। রাত পোহালেই শ্রী শ্রী শ্যামা পূজা। বিধান নগর কে এমনিতেই মাঝে মধ্যে কটাক্ষ সুরে অনেকেই বলেন বিধান নগর নাকি বৃদ্ধাশ্রম। বয়স্ক বাবা-মারা থাকেন এবং তাদের ছেলে মেয়ে রা কর্মসূত্রে কলকাতার বাইরে বা ভারতবর্ষের বাইরে থাকেন। মাঝেমধ্যে ফোনে যোগাযোগ করেন বছরে একবার হয়তো আসেন। তারই মাঝে বিধান নগর কমিশনারেট এর পুলিশের তরফ থেকে শুক্রবার সল্টলেকে একটি বৃদ্ধাশ্রমের যান বিধান নগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ আইপিএস, সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা।