সন্ধে হতেই শীতের আমেজ শহরে, দেশ জুড়ে শৈত্যপ্রবাহ, দেখুন ছবি

Published : Nov 16, 2020, 06:05 PM IST

সোমবার সন্ধে হতেই শীতের আমেজ শহর ও শহরতলিতে । খুব সামান্য হলেও সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমেছে। রবিবার সারাদিন আকাশ পরিষ্কার ছিল। তাই রাতের দিকেও আরও হিমেল অনুভূতি আসতে পারে।হাওয়া অফিস জানিয়েছে, শহর ও শহরতলির সর্বনিম্ন তাপমাত্রা ফের কুড়ির ঘরে নেমেছে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। তবে মৌসম ভবনের দেওয়া পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত সত্যি হল ।  এবং সোমবার এই মুহূর্তে বিকাল ৫ টা ২৭ মিনিটে শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

PREV
15
সন্ধে হতেই শীতের আমেজ শহরে, দেশ জুড়ে শৈত্যপ্রবাহ, দেখুন ছবি

হাওয়া অফিস জানিয়েছে, শহর ও শহরতলির সর্বনিম্ন তাপমাত্রা ফের কুড়ির ঘরে নেমেছে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। তবে মৌসম ভবনের দেওয়া পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত সত্যি হল ।  এবং সোমবার এই মুহূর্তে বিকেল ৫ টা ২৭ মিনিটে শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

 
 

 

25

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে প্রধানত শীতের ঠান্ডা হাওয়ার মাঝে বাঁধা হয়ে দাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও।
 

35

 ঘন কুয়াশার দাপট হবে উত্তরপ্রদেশে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে ভারতবর্ষে। এর ফলে নাগাদ আবহাওয়ার পরিবর্তন হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ ও মোজাফফরপুর তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

45

 সেই শীতল হাওয়া এসে আরও এক দফায় তাপমাত্রা নামাতে পারে বাংলায়।দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে তামিলনাডু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে।

 
 

55

 আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। নুন্যতম তাপমাত্রা  ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস।   শহরের তবে কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়ার্স। উল্লেখ্য,  রাজধানী দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সর্তকতা। দেশজুড়ে শীতের শুরু। 

click me!

Recommended Stories