রবিবার কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোর হল কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে। কলকাতা সহ রাজ্যে আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া। কমবে শীতের আমেজ। চড়বে পারদ। দুদিনে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তার আগে আগামী ২৪ ঘণ্টায় উইকেন্ডে জাঁকিয়ে শীতের আমেজ। আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রা। সোম-মঙ্গলবার অনেকটাই চড়বে পারদ। সপ্তাহের শুরুর দুদিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। এর প্রভাবে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে।