হাতে সময় কম থাকলে ক্লিপের সাহায্য নিন। নববর্ষে কোনও নিমন্ত্রণে যাওযার হয়তো পরিকল্পনা আছে। কী শাড়ি পরবনে তা ঠিক করে ফেলেছেন। কিন্তু, এখনও ঠিক করতে পারেননি কী চুলের সাজ কী করবেন। খোঁপা করায় তেমন পারদর্শ না হলে ক্লিপ দিয়ে স্টাইল করুন। বাজারে নানা রকম ক্লিপ পাওয়া যায়। পছন্দসই কিনে, স্টাইল করে নিন।