আজকাল প্রায় সকলেই ডিজাইনার ব্লাউজ পরে থাকেন। তবে, এমন ব্লাউজ বেছে নিন, যা আপনি ক্যারি করতে পারবেন। এই সকল ব্লাউজে নানা রকম ডিজাইন থাকে, আপনি নিজের জন্য উপযুক্ত ব্লাউজ বেছে নিন। আর কীভাবে শাড়ি পরবেন তাও আগে থেকে ঠিক করে নিন। অনেকে শাড়ির সঙ্গে বেল্ট পরেন, তা পরতে চাইলে আগে থেকে বিস্তারিত জেনে নিন।