মাটি, বাঁশ, বেতের জিনিস দিয়ে ঘর সাজান। নববর্ষে বাড়িকে বাঙালিয়ানা লুক মাটি, বাঁশ ও বেতের তৈরি জিনিস কিনতে পারেন। মাটির ফুলদানি, বেতের চামচের সেট কিংবা বেতের চেয়ার রাখতে পারেন। এমনকী, বাঁশের তৈরি নানা রকম জিনিস পাওয়া যায়। চাইলে বাঁশের তৈরি প্লেট, চামচের মতো জিনিস কিনতে পারেন।