নববর্ষে বাড়িকে দিন বাঙালিয়ানার ছোঁয়া, ঘরের ভোল বদলে রইল বিশেষ টিপস, জেনে নিন কী কী

শুরু হয়ে গিয়েছে নববর্ষের প্রস্ততি। বাঙালি নতুন বছরকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। নববর্ষ উৎসবে স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দোকানে দোকানে রঙ করা প্রায় শেষের পথে। রমণীরা ব্যস্ত এখন ঘর গোছাতে। প্রায় প্রতিটি বাঙালির কাছে নববর্ষ এক বিশেষ উৎসব। এই সময় সকলেই নিজের বাড়ির মেকওভারে ব্যস্ত থাকেন। তবে, প্রতি বছর তো আর রঙ করা সম্ভব নয়। এবার মেনে চলুন বিশেষ কয়টি টিপস। রইল কয়টি জিনিসের হদিশ। এগুলো দিয়ে ঘর সাজালে ঘরের ভোল বদল হতে বাধ্য। জেনে নিন কীভাবে নববর্ষে মেকওভার করবেন আপনার শখের বাড়ির।   

Sayanita Chakraborty | Published : Apr 12, 2022 12:34 PM IST / Updated: Apr 12 2022, 06:16 PM IST
110
নববর্ষে বাড়িকে দিন বাঙালিয়ানার ছোঁয়া, ঘরের ভোল বদলে রইল বিশেষ টিপস, জেনে নিন কী কী

বসার ঘরে রাখুন বাঙালিয়ানার ছোঁয়া। উৎসবটি যেহেতু বাঙালি নববর্ষ সে কারণে বাড়িতে থাক এমন ছোঁয়া। সারা বছরই তো নানা রকম পেইন্টিং কিংবা বিদেশী শো পিস দিয়ে ঘর সাজান। এবার ঘরে রাখুন মাটির শো পিশ। আর দেওয়ালে লাগান হাত পাখা। দেওয়ালে লাগানোর জন্য বিভিন্ন মাপের হাতপাখা কিনতে পাওয়া যায়। ঘরের মাপ বুঝে কিনে নিন।  

210

নববর্ষের দিন বাড়ির মেঝেকে সাজাতে ভুলবেন না। বাড়ির মেঝেতে আলপনা আঁকুন। সময়ের অভাব হবে, আজকাল আলপনার স্টিকারও কিনতে পাওয়া যায়। তা কিনতে পারেন। বাড়িতে ঠাকুর ঘর থাকলে, ঠাকুর ঘরের সামনে এমন আলপনা আঁকতে ভুলবেন না যেন। এতে ঘরের লুক পুরো বদলে যাবে। নববর্ষের আগের দিন বা সেদিন সকালে সেড়ে ফেলুন এই কাজ।     

310

সবুজ গাছ দিয়ে ঘর সাজাতে পারেন। এই সকল গাছ বাড়িকে একটা আলাদা লুক দেবে। রাখতে পারেন লাকি বাম্বু। রাখতে পারেন মানি প্ল্যান্ট। এই সকল গাছ রাখা বাস্তু মতেও ভালো। ফলে ঘরের সজ্জার সঙ্গে ঘরে ইতিবাচক এনার্জিও তৈরি হবে। তাছাড়া, গরমে গাছ রাখলে ঘর ঠান্ডা থাকে। তাই আর দেরি না করে ঠিক করে নিন কোন গাছ রাখবেন আপনার বাড়িতে। 

410

মাটি, বাঁশ, বেতের জিনিস দিয়ে ঘর সাজান। নববর্ষে বাড়িকে বাঙালিয়ানা লুক মাটি, বাঁশ ও বেতের তৈরি জিনিস কিনতে পারেন। মাটির ফুলদানি, বেতের চামচের সেট কিংবা বেতের চেয়ার রাখতে পারেন। এমনকী, বাঁশের তৈরি নানা রকম জিনিস পাওয়া যায়। চাইলে বাঁশের তৈরি প্লেট, চামচের মতো জিনিস কিনতে পারেন। 

510

মাটির মোমবাতি ও বাঁশের গ্লাস স্ট্যান্ড কিংবা শো পিশ কিনতে পারেন। বসার ঘর কিংবা শোওয়ার ঘরেও রাখতে পারেন এমন জিনিস। ঘর সাজাতে মোমবাতি কিংবা বাঁশের শো পিশ পাওয়া যায়। এগুলো দিয়ে নববর্ষে ঘর সাজাতে পারেন। একেবারে নতুন লুক আসবে আপনার ঘরের। ছোট ছোট জিনিসের বদলে ঘরের ভোল বদল হয়।  

610

ঘরে নতুন লুক আনতে বিশেষ গুরুত্ব দিতে হবে বিছানার চাদরে। শোওয়ার ঘরে রঙিন চাদর পাতুন। এমন কোনও ডিজাইনের চাদর কিনবেন, তা যেন রঙিন হয়। বাউলের ডিজাইন, ফুলের নকশা, আলপনা ডিজাইনে মতো নকশা বেছে নিন। তবে, কোনও কার্টুন কিংবা পুতুল ডিজাইনের নকশার চাদর পয়লা বৈশাখে না পাতাই ভালো।     

710

হতেই পারে নববর্ষে বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাহলে বাড়ি সাজাতে মেঝে থেকে সিলিং নজর দিতে হবে সর্বত্র। দেওয়াল ও সিলিং সাজাতে ভুলবেন নানা। আলপান আঁকা কাগজ ব্যবহার করে সাজিতে তুলুন বাড়ির এই দুই স্থান। নববর্ষে মেকওভার করতে এই টিপস মেনে চলা খুবই প্রয়োজন। অনেকেরই বাড়িতে ফলস সিলিং থাকে। তারাও এই ডেকরেশন করতে ভুলবেন না। 

810

কুশন কভার, টেবিল ক্লথে রঙের ছোঁয়া আনুন। বাড়ির ভোল বদল করলে নজর দিতে হবে সর্বত্র। খাটে যেমন পাতবেন নতুন ডিজাইনের চাদর, তেমনই কুশন কভার, টেবিল ক্লথ বদল করতে ভুলবেন না। নববর্ষের কথা মাথায় রেখে কুশন কভার, টেবিল ক্লথের নকশা বেছে নেবেন।   

910

নববর্ষে গৃহসজ্জায় অবশ্যই থাক ফুলের ব্যবহার। এই বিশেষ দিনে বাড়িতে ফুলদানি রাখতে ভুলবেন না যেন। ফুল দিয়ে সাজিয়ে তুলুন বাড়ি। বসার ঘরে ফুলদানিতে যেমন রাখবেন সুগন্ধী ফুল, তেমনই শোওয়ার ঘরও সাজান ফুল দিয়ে। এদিন, কাঠান চাপা, বকুল, রজনী গন্ধা, দোলন চাপা দিয়ে যেমন ঘর সাজাতে পারেন তেমনই রাখতে পারেন গোলাপ কিংবা অর্কিট।  

1010

এবছর নববর্ষে ঘর সাজান এই টোটকা মেনে। এগুলো দিয়ে ঘর সাজালে ঘরের ভোল বদল হতে বাধ্য। নজর দিন খুঁটিনাটি বিষয়ে। নজরে যেমন থাকবে বিছানার চাদর ও কুশনের ডিজাইনে, তেমনই খেয়াল রাখবেন সিলিং, মেঝে এবং দেওলা সজ্জার দিকে।   

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos