দিনটি স্পেশ্যাল করে তুলতে দিতে পারেন Customised গিফট। একেবারে অন্য রকম হবে দিনটি। দুজনের ছবি বাঁধিয়ে উপহার দিন। কিংবা দিতে পারেন কাস্টমাইজড কাপ। এমন উপহার মন কাড়বে আপনার ভাইয়ের। তাই সময় থাকতে থাকতে প্ল্যানিং করে নিন। একে বারে অন্য রকম পরিকল্পনা করে নিন এই দিনটির জন্য। এমন উপহার দিন, যাতে মনে থাকে সেই উপহার।