'ত্বক যদি ফেটে যায়, রোদ্দুরে ঝলসায়', মেয়েদের ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। শুধু তাই নয় রূপচর্চা এখন ছেলে মেয়ে নির্বিশেষে অনেকেরই হবি। রূপচর্চা করতে ভালোবাসে না এমন মেয়ের দেখা মেলা দায়। তবে শুধু ভালোবাসলেই তো হল না ত্বকের যত্ন নেওয়ার নানা উপকরণের জোগানও থাকা চাই। তাই এই রাখিতে শুধু বোনের নয় বোনের ত্বকেরও খেয়াল রাখুন। উপহার দিন স্কিন কেয়ার প্রোডাক্ট।