নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে জোড় কদমে। একদিকে যেমন বাড়ির ভোল বদলে ব্যস্ত রমণীরা, তেমনই অনেকে ব্যস্ত শপিং করতে। নতুন পোশাক পরে নতুন বছরকে স্বাগত জানানোর রীতি বহু পুরনো। এই বিশেষ দিনে দোকানে দোকানে হাল খাতা করতে যান অনেকে। দোকানে দোকানে গিয়ে মিষ্টির বাক্স আর ক্যালেন্ডার আনার রীতি বহু পুরনো। একটা সময় বাচ্চারা অপেক্ষা করে থাকত এই দিনটার জন্য। তবে, ধীরে ধীরে এই রীতির বদল হলেও তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এখনও হাল খাতা করতে যান অনেকেই। সে যাই হোক, এবছরের নববর্ষের সূচনা হোক একেবার অন্য ভাবে। সকালবেলা প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা বার্তা। জেনে নিন কেমন বার্তা পাঠাবেন।