বাউল গানের ছন্দে তালে, নতুন বছর আসছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে, রাঙা মাটির পথটি জুড়। শুভ নববর্ষ। ১৪২৯ সালের সূচনা হোক এই বার্তা পাঠিয়ে। সকাল সকালে প্রিয়জনকে পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা। বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বাউল গান। তাই সেই ঐতিহ্যকে বজায় রেখেই পাঠান বার্তা।