'স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও', মিসাইল ম্য়ানের প্রয়াণ দিবসে রইল জীবন বদলানোর সহজ সূত্র

একাধারে বিজ্ঞানী, লেখক, সমাজচিন্তক ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশতম রাষ্ট্রপতি  আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম। আজ তার  পঞ্চম তম প্রয়াণ দিবস। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে,কিন্তু পরে ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপনাস্ত্র মানব বা মিসাইল ম্য়ান অব ইন্ডিয়া বলা হয়। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ৮৪ বছরের দীর্ঘ সফল কর্মজীবনে নিজের অভিজ্ঞতা ও দর্শন থেকে রেখে গেছেন অসংখ্য মহামূল্য়বান বাণী। মৃত্যুবার্ষিকীতে রইল মিসাইল ম্যানের কিছু অমিয় বাণী।

Riya Das | Published : Jul 27, 2020 5:43 AM IST
110
'স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও', মিসাইল ম্য়ানের প্রয়াণ দিবসে রইল জীবন বদলানোর সহজ সূত্র

 

একটি ভাল বই একশত ভাল বন্ধুর সমান কিন্তু একজন ভাল বন্ধু একটি লাইব্রেরির সমান।
 

210


জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।

310

তুমি তোমার ভবিষ্য়ত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্য়াস পরিবর্তন করতে পারবে এবং তোমার  অভ্য়াসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্য়ত পরিবর্তন করবে।

410

জীবন হল একটি জটিল খেলা, ব্য়ক্তিত্ব অর্জনের মধ্য় দিয়ে তুমি তাকে জয় করতে পারো।

510

কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ,কিন্তু কঠিন হল কারও মন জয় করা।

610


স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।

710

তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।

810


কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত।

910


জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ।

1010

যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন  করতে পারে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos