শীতকালে রুক্ষ ত্বকের সমস্যার মুশকিল আসান, সহজেই পান তুলুন সতেজ ও উজ্জ্বল ত্বক

শীত এখনও পড়েনি তবুও এই সময় থেকেই দেখা দিয়েছে শুষ্ক ত্বকের সমস্যা। শীতকালের সবথেকে বড় সমস্যা হল ত্বকের রুক্ষতা। এই সময় শুষ্ক শীতল হাওয়ায় ভেসে বেড়ায় ধূলো-বালি। এই কারণেই অতি সহজে ত্বক ফেটে যাওয়া, ড্রাই ত্বক, ব়্যাশ এর মত সমস্যাও দেখা দেয়। শীতকালে ত্বকের জৌলুস বজায় রাখতে যত্ন নিন এখন থেকেই। এর জন্য শুধু মনে রাখুন কয়েকটি সাধারণ বিষয়-

deblina dey | Published : Nov 22, 2020 11:15 AM IST
18
শীতকালে রুক্ষ ত্বকের সমস্যার মুশকিল আসান, সহজেই পান তুলুন সতেজ ও উজ্জ্বল ত্বক

মরশুম বদলের এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন। তাই শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে মাথায় রাখুন এই বিষয়গুলি। আর ফিরে পান দিপ্তীময় ত্বক শীতকালেও। 

28

শীতকালে ত্বক খুব দ্রুত আদ্রতা হারিয়ে ফেলে। একইভাবে শীতকালে স্নানের সময় বেশিরভাগ সময়ে যেহেতু গরম জল ব্যবহার করা হয় তাই ত্বক আরও দ্রুত আদ্রতা হারিয়ে ফেলে। 

38

এই কারণে শীতকালে স্নানের পরেই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। 

48

ত্বকের আদ্রতা ও উজ্জ্বল্যতা বজায় রাখতে প্রতিদিন স্নানের পর অথবা রাতে শুতে যাওয়ার আগে ব্যবহার করুন অলিভ অয়েল।  

58

এটা অবশ্যই মনে রাখতে হবে গরম ও শীতকালের ত্বকের যত্ন এক রকম হয় না। ত্বকের যত্ন নিতে বদল আনতে হবে শীতকালের রুটিনে। 

68

এই সময় বার বার মুখ ধোবেন না তাতে ত্বক আরও বেশি শুষ্ক লাগবে। 

78

আর এই সময় অবশ্যই বেছে নিন থিক ময়েশ্চারাইজার। যা ত্বকে দীর্ঘ সময় অবধি বজায় থাকবে। 

88

এই সময় অনেকেই সানস্ক্রীন ব্যবহার করা বন্ধ করে দেন। এতে ত্বকের বেশি ক্ষতি হয়, তাই শীতকালেও বাইরে বেড়োলে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রীন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos