খানিকটা বড় হওয়ার পরই প্রেমের স্বাদ কম বেশি সকলেই অনুভব করে থাকে। স্কুল কলেজ ছুট, বা পূজোর দিনে সন্ধ্যায় আড্ডার আসরেই হোক, চোখ চাওয়া, চিঠি লেখা থেকে যখন বাংলার প্রেম শুরু ও প্রেমের পর বিয়ে, কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসেই শেষ সাহসী পদক্ষেপ, সুসূরে অন্ধকারে ডুবে থাকা এক গ্রামে সেখান থেকেই শুরু প্রেম। কীভাবে...