এই গ্রামে চলে অবাধে যৌনলীলা, লাভ হাটে লিভইন, খুল্লাম খুল্লা সেক্সে নেই কোনও আপত্তি

খানিকটা বড় হওয়ার পরই প্রেমের স্বাদ কম বেশি সকলেই অনুভব করে থাকে। স্কুল কলেজ ছুট, বা পূজোর দিনে সন্ধ্যায় আড্ডার আসরেই হোক, চোখ চাওয়া, চিঠি লেখা থেকে যখন বাংলার প্রেম শুরু ও প্রেমের পর বিয়ে, কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসেই শেষ সাহসী পদক্ষেপ, সুসূরে অন্ধকারে ডুবে থাকা এক গ্রামে সেখান থেকেই শুরু প্রেম। কীভাবে...

Jayita Chandra | Published : Jan 13, 2021 1:30 PM
18
এই গ্রামে চলে অবাধে যৌনলীলা, লাভ হাটে লিভইন, খুল্লাম খুল্লা সেক্সে নেই কোনও আপত্তি

গোটা বিশ্ব যেখানে প্রেম নিয়ে নানা সমস্যার কথা বলে, অধিকাংশ মা-বাবাই যেখানে সন্তান বড় হলে সম্পর্ক নিয়ে মাথা ঘামান, সেখানে অবাাধে সেক্স!

28

ভাবতেই কেমন লাগছে তো! এখনও ছেলে মেয়েরা বাবা মাকে লুকিয়ে প্রেম করে থাকে, কিন্তু সেই বাবা মাই যদি অনুমতী দেয় অগাধ প্রেমের! 

38

সোশ্যাল মিডিয়ায় চ্যাট বা ফোনে গল্প, বছরে একটা ট্রিপ প্ল্যানও নয়, এক সঙ্গে থেকে একে অন্যকে চিনে নেওয়া। 

48

বিষয়টা স্বপ্ন হলেও এটাই সত্যি করে তুলেছে কম্বোডিয়ার একটি গ্রাম। প্রেমে মোড়া এই গ্রাম। যেখানে রয়েছে এক অদ্ভুত স্বাধীনতা। 

58

একটা বয়সের পর ছেলে মেয়েরা নিজেরাই নিজেদের জীবন সঙ্গী বেছে নিয়ে থাকে। এক সঙ্গে সময় কাটায়। 

68

মা-বাবার অনুমতীতেই চলে লিভইন। সন্ধ্যের পরই যেন এক অন্যরূপ নেয় গোটা গ্রাম। নেই জোর করা, নেই ধর্ষণের মত অভিশাপও। 

78

মা-বাবারাই দূরে তৈরি করে দেয় ছেলে মেয়েদের জন্য ছোট্ট ছোট্ট কুঁড়ের ঘর। সেখানেই পছন্দের মানুষের সঙ্গে দিন কাটায় সকলে। 

88

বিয়ে না করে বাচ্চা হওয়াটা শিক্ষিত সমাজ যেমন ভালো চোখে নিতে পারে না, এই গ্রাম সেই দিক থেকে শত গুণে এগিয়ে। বিয়ে ছাড়াই বাচ্চাকে গ্রহণ করেন সকলে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos