সোনার দাম কমা বাড়া যেন লেগেই রয়েছে। কখনও মধ্যবিত্তের মুখে হাসি ফুটছে তো কখনও আবার কপালে ফুটে উঠছে চিন্তার ভাঁজ। অগ্নিমূল্য এই বাজারে সব জিনিসের দাম ক্রমশ যেন বেড়েই চলেছে। কিন্তু গত কয়েকদিনের একটানা উর্ধ্বমুখী ছিল সোনার দাম। এবার সেই দামে ভারি পতন। একটানা পরপর তিনদিন ধরে দাম কমেছে সোনার। যা শোনার পর থেকেই সোনার দোকানে ভিড় জমছে ক্রেতাদের। জেনে নিন আজকের দর।