পাক স্টিট এর পাশাপাশি ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে সাউথ সিটি মল, দেখে নিন তার কয়েক ঝলক

বিউ সরকার- বড়দিন মানে শুধু কলকাতায়  পার্কস্ট্রিট  সেজে ওঠে তা নয়। পাশাপাশি বিভিন্ন শপিংমলে গুলিও ক্রিসমাস ট্রি সান্তাক্লজ ও আলোতে ঝলমল করে ওঠে। তার মধ্যে অন্যতম হল সাউথ সিটি মল। এই বছরেও একইভাবে বড় দিনের জন্য সাউথ সিটি মল সেজে উঠেছে ক্রিসমাস ট্রি , ক্রিসমাস ব্যানার , ঘণ্টা, বিভিন্ন রং-বেরঙের বল, কৃত্রিম ফুল, হরিণ, সান্তাক্লজ, নানান আকারের গিফট বক্স দিয়ে। চলুন এক নজরে দেখে ছবিতে ছবিতে নেওয়া যাক ঠিক কিভাবে ক্রিসমাস উপলক্ষে এই বছর সেজে উঠেছে সাউথ সিটি মল

Deblina Dey | Published : Dec 24, 2020 2:25 PM
110
পাক স্টিট এর পাশাপাশি ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে সাউথ সিটি মল, দেখে নিন তার কয়েক ঝলক

চোখ ধাঁধানো সজ্জার পাশাপাশি সাউথ সিটি মল গানে গানে আহ্বান করছে ক্রিসমাস ও নতুন বছরকে।

210

এই বছর মহামারী আম্ফান এর মত খারাপ সমস্ত কিছুকে ভুলিয়ে নতুন ভাবে সাউথ সিটি মল জমজমাট হয়ে উঠেছে।

310

অন্যদিকে মলে রয়েছেআবার শপিং এর ভিড়, কচি-কাঁচা থেকে শুরু করে জুটেছে বড়রাও।

410

বড়দিন এখন সকলের উৎসব, সকল ধর্মের মানুষই কেনাকাটা করে এই উপলক্ষ্যে।

510

বছরের শেষে বড়দিনের উৎসবে মানুষ আনন্দ করছে মন ভরে।

610

যদিও প্রতি বছরের তুলনায় এই বছর সেরকম কিছুই সাজ সজ্জা নেই। 

710

মলে যত মানুষের জমায়েত হচ্ছে তার অর্ধেকেরও বেশি আসে শুধুমাত্র ঘুরতে।

810

ক্রিসমাস উপলক্ষে এই সাজ দেখতে সপ্তাহ শুরুর থেকেই ভিড় জমছে সাউথ সিটি মলে। 

910

স্টোরগুলির পাশাপাশি সাজানো হয়েছে ফুডকোর্টও। 

1010

ক্রিসমাসের আনন্দ উপভোগ করার পাশাপাশি সাউথ সিটি মলের বারিস্তা ও ফুডকোর্টে জমছে ভুড়িভোজের জন্য ভিড়ও।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos