আজ বাঙালির নববর্ষ উৎসব। প্রত্যেক বছর খুব ধুমধাম করেই এই দিনটি পালন করা হয়। কিন্তু করোনার জেরে বিপর্স্ত হয়েছে গোটা জনজীবন। শুভেচ্ছার মাধ্যমেই পালন করুন এই নববর্ষ উৎসব।
315
সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন হবে এই বছরের নববর্ষ উৎসব।
অন্ধকারকে বিদায় জানিয়ে নতুন আলোর দিগন্তে সকলকে জীবনকে আলোয় ভরিয়ে দিন শুভেচ্ছাবার্তার মাধ্যমে।
615
শুভেচ্ছাবার্তায় মাধ্যমেই প্রিয়জনদের মনে করিয়ে দিন আপনি কতটা তাকে মনে করছেন।
715
কাছের মানুষ দূরে থাকলেও একটা শুভেচ্ছা বার্তাতেই ভাল করে দিন তার মন।
815
প্রিয়জনদের শুভেচ্ছা পাঠিয়ে নিজের মনের কথা, নববর্ষের শুভেচ্ছা ভাল করে দিন একে অপরের মন।
915
ক্যালেন্ডারের পাতার সঙ্গে সঙ্গে পাল্টে যায় দিনগুলো। নতুন বছর সুস্থ ভাবে সকলকে নিয়ে ভাল কাটুক।
1015
নতুন বছরই শুধু দিন, পালটে যাক পুরোনো দিনও। আর উজ্জল হোক সকলের পথচলা।
1115
অন্ধকার ভুলে আলোর দিকে এগিয়ে যাওয়াই হবে নববর্ষের মূল লক্ষ্য।
1215
মারণ ভাইরাসে নববর্ষ উৎসব শিকেয় হলেও ঘরবন্দি থেকে পালিত হবে আমোদপ্রিয় বাঙালির নববর্ষ উৎসব।
1315
মারণ ভাইরাসে নববর্ষ উৎসব শিকেয় হলেও ঘরবন্দি থেকে পালিত হবে আমোদপ্রিয় বাঙালির নববর্ষ উৎসব।
1415
ভিন্ন স্বাদের, ভিন্ন ভাবনার সংমিশ্রণে পালিত হবে এই বছরের নববর্ষ উদযাপন। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই সূচনা হোক নতুন বছরের।
1515
বছরের প্রথম দিনটিতে যেন গোটা পৃথিবী থেকে মারণ ভাইরাসের থাবা যেন সরে যায়, সেই করোনামুক্ত দিনের অপেক্ষায় সকলেই আজ ঈশ্বরের প্রার্থনায় শুরু করুক বছরের প্রথম দিন।