সঙ্কটের মহাসময়ে সূচনা হল ১৪২৭-এর, এই ১৫ টি শুভেচ্ছায় দৃঢ় করুন মানব সম্পর্ককে

পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আগমনের পালা। বিদায় ১৪২৬।  নতুন বছরে করোনামুক্ত হোক ১৪২৭। আজ বাঙালির নববর্ষ উৎসব।আঁধার কেটে আলো আসুক সকলের জীবনে । আর এই কামনা করেই শুরু হোক নতুনকে বরণ। করোনা প্রকোপে নববর্ষে আশঙ্কার কালো মেঘ থাকলেও আমোদপ্রিয় বাঙালির এই নববর্ষের উৎসব পালনে এতটুকুও ফাঁক রাখতে নারাজ।  সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন হবে এই বছরের নববর্ষ উৎসব। সোশ্যাল মিডিয়ায় বার্তা বিনিময়েই পুরোনো গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে রঙিন হয়ে উঠবে বাঙালির নববর্ষ উৎসব।  প্রিয়জনদের শুভেচ্ছা পাঠিয়ে নিজের মনের কথা, নববর্ষের শুভেচ্ছা ভাল করে দিন একে অপরের মন। অন্ধকারকে বিদায় জানিয়ে নতুন আলোর দিগন্তে সকলকে জীবনকে আলোয় ভরিয়ে দিন শুভেচ্ছাবার্তার মাধ্যমে। প্রিয়জনের মন ভাল রাখতে রইল নববর্ষের একগুচ্ছ শুভেচ্ছা।
Riya Das | Published : Apr 14, 2020 6:58 AM IST / Updated: Apr 14 2020, 12:42 PM IST
115
সঙ্কটের  মহাসময়ে সূচনা হল ১৪২৭-এর, এই ১৫ টি শুভেচ্ছায় দৃঢ় করুন মানব সম্পর্ককে
 বিদায় ১৪২৬।  নতুন বছরে করোনামুক্ত হোক ১৪২৭।
215
 আজ  বাঙালির নববর্ষ উৎসব। প্রত্যেক বছর খুব ধুমধাম করেই এই দিনটি পালন করা হয়।  কিন্তু করোনার জেরে  বিপর্স্ত হয়েছে গোটা জনজীবন। শুভেচ্ছার মাধ্যমেই পালন করুন এই নববর্ষ উৎসব।
315
সামাজিক দূরত্ব বজায় রেখেই পালন হবে এই বছরের নববর্ষ উৎসব। 
415


 সোশ্যাল মিডিয়ায় বার্তা বিনিময়েই পুরোনো গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে রঙিন হয়ে উঠবে বাঙালির নববর্ষ উৎসব। 
515

অন্ধকারকে বিদায় জানিয়ে নতুন আলোর দিগন্তে সকলকে জীবনকে আলোয় ভরিয়ে দিন শুভেচ্ছাবার্তার মাধ্যমে। 
615

শুভেচ্ছাবার্তায় মাধ্যমেই প্রিয়জনদের মনে করিয়ে দিন আপনি কতটা তাকে মনে করছেন।
715

কাছের মানুষ দূরে থাকলেও একটা শুভেচ্ছা বার্তাতেই ভাল করে দিন তার মন। 
815
প্রিয়জনদের শুভেচ্ছা পাঠিয়ে নিজের মনের কথা, নববর্ষের শুভেচ্ছা ভাল করে দিন একে অপরের মন। 
915
ক্যালেন্ডারের পাতার সঙ্গে সঙ্গে পাল্টে যায় দিনগুলো। নতুন বছর সুস্থ ভাবে সকলকে নিয়ে ভাল কাটুক।
1015
নতুন বছরই শুধু দিন, পালটে যাক পুরোনো দিনও। আর উজ্জল হোক সকলের পথচলা।
1115
অন্ধকার ভুলে আলোর দিকে এগিয়ে যাওয়াই হবে নববর্ষের মূল লক্ষ্য।
1215

মারণ ভাইরাসে নববর্ষ উৎসব শিকেয় হলেও ঘরবন্দি থেকে পালিত হবে আমোদপ্রিয় বাঙালির নববর্ষ উৎসব।
1315
মারণ ভাইরাসে নববর্ষ উৎসব শিকেয় হলেও ঘরবন্দি থেকে পালিত হবে আমোদপ্রিয় বাঙালির নববর্ষ উৎসব।
1415
ভিন্ন স্বাদের, ভিন্ন ভাবনার সংমিশ্রণে পালিত হবে এই বছরের নববর্ষ উদযাপন। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই সূচনা হোক নতুন বছরের।
1515
বছরের প্রথম দিনটিতে যেন গোটা পৃথিবী থেকে মারণ ভাইরাসের থাবা যেন সরে যায়, সেই করোনামুক্ত দিনের অপেক্ষায় সকলেই আজ ঈশ্বরের প্রার্থনায় শুরু করুক বছরের প্রথম দিন।
Share this Photo Gallery
click me!

Latest Videos