ত্বকের বয়স বাড়ছে কিংবা রোদে পুড়ে যাচ্ছেন? জেনে নিন নারকেলের দুধের ব্যবহার

নারকেলের দুধে থাকে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং এটি প্রচুর প্রোটিন সমৃদ্ধ, যা ত্বকের জন্য দুর্দান্ত। এই প্রাকৃতিক উপাদানটি ত্বকের ওপর নিয়মিত প্রয়োগ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে সান বার্নের চিকিৎসাতেও বেশ উপকারি। 

Sahely Sen | / Updated: Aug 08 2022, 06:03 PM IST
17
ত্বকের বয়স বাড়ছে কিংবা রোদে পুড়ে যাচ্ছেন? জেনে নিন নারকেলের দুধের ব্যবহার

গ্রীষ্মপ্রধান দেশে ত্বকের যত্নের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার। গরমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ঘাম বেশি হয়। স্বাভাবিকভাবেই ত্বক ঔজ্জ্বল্য হারাতে থাকে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে ব্যবহার করুন নারকেল দুধ। 

27

নারকেলের দুধে থাকে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং এটি প্রচুর প্রোটিন সমৃদ্ধ, যা ত্বকের জন্য দুর্দান্ত। এই প্রাকৃতিক উপাদানটি ত্বকের ওপর নিয়মিত প্রয়োগ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে সান বার্নের চিকিৎসাতেও বেশ উপকারি। 

37

অসময়ে ত্বকের বয়স বেড়ে যাওয়ার আশঙ্কা কমে, ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ উঠে যায় এবং ব্রণ কমিয়ে দেয়। এমনকি, মেকআপ রিমুভার হিসেবেও নারকেলের দুধ ভীষণ কার্যকরী। তাই অল্প সময়ে ঝকঝকে ত্বক পেতে চাইলে নারকেলের দুধের ওপর চোখ বন্ধ করে ভরসা রাখুন।

47

ত্বককে কোমল আর মসৃণ রাখতে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। ২ চামচ নারকেলের দুধের সঙ্গে এক চামচ টক দই মিশিয়ে মিশ্রণটি সারা মুখে লাগিয়ে মালিশ করতে থাকুন। কিছুক্ষণ পর তুলো দিয়ে ফেসপ্যাকটি তুলে ফেলুন আর পরিষ্কার ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন। ত্বকের আর্দ্রতা ফিরে আসবে।
 

57

নারকেলের দুধ ত্বকের রুক্ষতা সরিয়ে ত্বককে মোলায়েম ও আর্দ্র করে তোলে। তুলো দিয়ে সারা মুখে নারকেলের দুধ লাগান। শুকিয়ে গেলে আরও কয়েকবার লাগাতে পারেন, তারপর হালকা ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।

67

নিয়মিত নারকেলের দুধ মাখলে ত্বকে জমা অতিরিক্ত তেল বেরিয়ে যায়। ফলে ব্রণ কম হয়। ত্বক রোদে পুড়ে গেলেও এটি ফের আগের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসে। 

77

নারকেলের দুধের সঙ্গে কাঠবাদাম গুঁড়ো এবং পাতিলেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণটি মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের বয়স ধরে রাখতে এই মিশ্রণ অবশ্যই ব্যবহার করুন, সুফল পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos