নষ্ট হয়ে যাওয়া দুধ কি বিষের সমান, কেটে গেলেও কী কী কাজে লাগাতে পারবেন জানেন

অনেকসময়েই সদ্য কিনে আনা দুধও সঙ্গে সঙ্গে কেটে যায়। আবার কখনও বাড়িতে দু-একদিনের রাখা দুধও কেটে যেতে পারে। কিন্তু কেটে যাওয়া দুধ দিয়ে আর কী করা যায় এই ভেবে অনেকেই দুধটা ফেলে দেন। কিন্তু জানেন কি এই কেটে যাওয়া দুধ গৃহস্থালীর অনেক কাজে লাগানো যায়। জেনে নিন দুধের কয়েকটি অজানা ব্যবহার। যা কাজে লাগিয়ে  নিমেষে ব্যবহার করতেন পারবেন কেটে যাওয়া দুধ।

Riya Das | Published : Sep 13, 2021 12:08 PM IST
17
নষ্ট হয়ে যাওয়া দুধ কি বিষের সমান, কেটে গেলেও কী কী কাজে লাগাতে পারবেন জানেন

দুধ  দিয়ে অনেক কিছুই আমরা বানিয়ে থাকি। গৃহস্থালীর নানা কাজে আমরা দুধকে ব্যবহার করে থাকি। কিন্তু দুধ দিয়ে ভাল কিছু একটা বানানোর সময় অনেকসময় দুধ কেটে যায়। 

27

অনেকসময় সদ্য কিনে আনা দুধও সঙ্গে সঙ্গে কেটে যায়। আবার কখনও বাড়িতে দু-একদিনের রাখা দুধও কেটে যেতে পারে। কিন্তু কেটে যাওয়া দুধ দিয়ে আর কী করা যায় এই ভেবে অনেকেই দুধটা ফেলে দেন। 

37

সাধারণত কেটে যাওয়া দুধ দিয়ে আমরা ছানা তৈরি করি। কিন্তু যারা খান না তাদের জন্যও কেটে যাওয়া দুধ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যেতে পারে। কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি করা যেতে পারে নানান ধরনের ডের্জাট।

47

 কেটে যাওয়া দুধ দিয়ে অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন চিজ। মার্কেট থেকে চিজ না কিনে অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ঘরোয়া চিজ। ইন্টারনেটে চিজ তৈরির খুব সহজ পদ্ধতি রয়েছে। চাইলে সেগুলি দেখেও বানিয়ে নিতে পারেন এই চিজ।

57

কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি  করে নিতে পারেন কেক বা প্যানকেক। দুধের তৈরি একাধিক ডের্জাটেই কাজে লাগে এই কেটে যাওয়া দুধ।

67

যাদের গার্ডেনিং এর  সখ তারাও কিন্তু অনায়াসেই কাজে লাগাতে পারেন এই দুধ। কেটে যাওয়া দুধ সার হিসাবে খুব ভাল কাজ করে। এই দুধ গাছের গোড়ায় দিলে  গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। সুতরাং গাছের পরিচর্যায় খুবই কার্যকরী এই দুধ।
 

77

ত্বকের যত্নেও খুব কার্যকরী কেটে যাওয়া দুধ। ফেসমাস্কেরও কাজে লাগাতে পারেন এই দুধকে। দুধের সর প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেল ধুয়ে ফেলুন। এতে যেমন ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে তেমনি মুখও ফ্রেশ থাকবে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos