Published : Sep 10, 2021, 12:48 PM ISTUpdated : Sep 10, 2021, 12:50 PM IST
১০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। তবে গণেশ পুজো করলেই হল না, এর কিছু নিয়ম কানুনও রয়েছে। বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেই হল না নিজের সৌভাগ্য ফেরাতে নিষ্ঠাভরে জপ করুন গণেশের এই জপ মন্ত্র।
চলতি বছরে ১০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হলেও এখন গোটা দেশ পাড়ায় পাড়ায় শুরু হয়েছে গণেশ পুজো।
29
গণেশ চতুর্থী সাধারণত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে খুব বড় করে পালিত হয়। তবে গতবছরে করোনার জন্য কিছুটা হলেও ফিকে হয়েছে। এবছরও তেমনটাই হতে চলেছে।
39
ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস।
49
চলতি বছরে বাড়িতেই ঘরে ঘরে গণেশ পুজো আরাধনায় মেতেছে সকলেই। তবে গণেশ পুজো করলেই হল না, এর কিছু নিয়ম কানুনও রয়েছে।
59
সিদ্ধি, বিঘ্ননাশকারী, অর্থ জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ। যিনি প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়। মানসিক শক্তি, পরিবারে সুখ-শান্তি, উপার্জন বৃদ্ধিরও দেবতা এই গণপতি।
69
নিজের সৌভাগ্য ফেরাতে নিষ্ঠাভরে জপ করুন গণেশের এই জপ মন্ত্র। তাহলেই তুষ্ঠ হবেন সিদ্ধি বিনায়ক। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের আরাধনা করার সময় গণেশের মন্ত্রগুলি অবশ্যই জপ করুন।