জাপানের সবচেয়ে ক্ষুদ্রতম ও কম বসতিপূর্ণ একটি দ্বীপ হল শিকোকু। এই গ্রামের জনসংখ্যা বছরের পর বছর হ্রাস পাচ্ছে। এই শিকোকু দ্বীপটি প্রায় ১৮,৮০০ বর্গ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপের একটি পাশ দিয়ে বইছে য়োশিনো নদী। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শিকোকু দ্বীপের একটি ছোট্ট উপত্যকা লিয়া। সেখানেই রয়েছে দুর্গম পাহাড়ী গ্রাম নাগোরো। আগে এই গ্রামে প্রায় ৩০০ জন মানুষের বাস ছিল। ক্রমে সেই জনসংখ্যা কমতে কমতে প্রায় ফাঁকা হয়ে এসেছে। বর্তমানে সারা বিশ্বের কাছে জাপানের এই প্রায় জন শূণ্য গ্রাম আকর্ষণীয়। এর কারণ জানলে অবাক হবেন-